সর্বশেষ

36.2 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

পদ্মা সেতুতে ঈদের আগে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই

টপ নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল আজহার আগে পদ্মা সেতুতে অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই মোটরসাইকেল চলাচলের । এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ।

রোববার (৩ জুলাই) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি এ কথা জানান সচিবালয়ে ব্রিফিংয়ে ।

ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী গণভবন ও মন্ত্রিসভার সদস্যরা সভায় যুক্ত হন মন্ত্রিপরিষদ কক্ষ থেকে ।

পদ্মা সেতুতে অনুমতি দেওয়া হবে কি না মোটরসাইকেল চলাচলের – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘ ওনারা (কর্তৃপক্ষ) এটা নিয়ে কাজ করছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) ক্যামেরা বসবে পদ্মাতে ।বসানো হচ্ছে স্পিডগানও । এগুলো বসলে তারপর ওনারা সিদ্ধান্ত নেবেন কমফোর্ট অনুযায়ী , কী করা যায়।’

এটা কি ঈদের আগে হবে-জানতে চাইলে তিনি জানান, ‘ঈদের আগে হওয়া আমার মনে হচ্ছে খুব ডিফিকাল্ট বলে ।’

এর আগে, গত ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ পদ্মা সেতুতে ঘোষণা করে সরকার। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সকাল থেকে খুলে দেওয়া হয় সেতুটি যানবাহন চলাচলের জন্য ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles