সর্বশেষ

31.7 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

পরিবর্তন আসতে পারে পাঠ্যবই নিয়ে বিতর্ক থাকলে : শিক্ষামন্ত্রী

টপ নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আসলে পাঠ্যবইয়ের মাধ্যমে কারিকুলাম  প্রতিফলিত হয়। যদি মূল্যায়ন পর্যায়ে পাঠ্যবইয়ে  কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেগুলো অবশ্যই পরিবর্তনযোগ্য। পাঠ্যবইয়ে প্রতি বছরই কিছু না কিছু পরিবর্তন আসে। পাঠ্যবইয়ের পরিবর্তনে আর কারিকুলামের পরিবর্তন কিন্তু পার্থক্য আছে। কিন্তু আমাদের যে পাঠ্যক্রম বা কারিকুলাম আছে, সেখানে কিন্তু পরিবর্তন রাতারাতি আনা যায় না।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে আসেন। তিনি সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আলোচনা-সমালোচনা হচ্ছে নতুন কারিকুলাম নিয়ে। আমার একার সিদ্ধান্ত নয় কারিকুলামের পরিবর্তন। শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও টিচিং-লার্নিং স্পেশালিস্টসহ অনেকে কারিকুলামের সঙ্গে জড়িত আছেন। সুতরাং কেউ চাইলেই বা আমি একা চাইলেই কারিকুলাম পরিবর্তন সম্ভব নয়।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles