সর্বশেষ

33 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

পরিসংখ্যানে কোচ ডমিঙ্গো

টপ নিউজ ডেস্কঃ  নানা নাটকীয়তার পর অবশেষে ইতি ঘটলো ডমিঙ্গো অধ্যায়। তিন বছর চার মাস দায়িত্ব পালন শেষে গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে ই-মেইল করে পদত্যাগ করেন তিনি।

ডমিঙ্গো পদত্যাগপত্রে পারিবারিক সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। একই সাথে তিনি শুভকামনা জানান বাংলাদেশ ক্রিকেট দলকে ভবিষ্যৎ-এর জন্য। ডমিঙ্গো তার সেই পত্রে ধন্যবাদ জানান বিসিবিকেও।

২০১৯ সালের আগস্টে টাইগারদের হেড কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডমিঙ্গো। পরিসংখ্যান বলছে, ডমিঙ্গোর অধীনে বাংলাদেশ খেলেছে ২২টি টেস্ট ম্যাচ, যেখানে ১৭ টেস্টে পরাজয়ের তিক্ত স্বাদ রয়েছে, ২টিতে ড্র আছে আর জয় পেয়েছে ৩ টেস্টে। এছাড়া বাংলাদেশ দল ৫৯টি টি-টোয়েন্টি খেলে ৩৫টিতেই হেরেছে বাংলাদেশ, জিতেছে ২৩টি, ফল হয়নি একটিতে। টেস্ট এবং টি-টোয়েন্টিতে নিজেকে সফল দাবি করতে না পারলেও ডমিঙ্গো ওয়ানডে ফরম্যাটে নিজেকে সফল দাবি করতে পারেন। ৩০টি ওয়ানডে খেলে দক্ষিণ আফ্রিকার এই কোচের অধীনে বাংলাদেশ জিতেছে ২১টিতে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles