সর্বশেষ

24.5 C
Rajshahi
সোমবার, মে ৬, ২০২৪

প্রকাশ্যে নেচে ১০ বছরের কারাদণ্ড ইরানে

টপ নিউজ ডেক্স: ইরানের রাজধানী তেহরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে দেশটির আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন । কারাদণ্ড প্রাপ্তরা হলেন আমির মোহাম্মদ আহমাদি (২২) ও তার বাগদত্তা আসতিয়াজ হাকিকি (২১)।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, তেহরানের আজাদি টাওয়ারের সামনে  আহমাদি ও হাকিকি জনসমক্ষে নাচেন। পরে  নাচের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এই যুগল পোস্ট করে এবং ভাইরাল হয় ভিডিওটি। এরই জেরে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিলেন দেশটির একটি আদালত।

আহমাদি ও হাকিকির বিরুদ্ধে পতিতাবৃত্তিতে উৎসাহ দেওয়া, দুর্নীতি  এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে । এ জন্য  মোট ১০ বছর কারাভোগ করতে হবে তাদের। একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না দুই বছর। এমনকি কোথাও যেতে পারবেন না দেশ ছেড়ে ।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles