সর্বশেষ

30.8 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

প্রধানমন্ত্রী গ্রহণ করলেন বঙ্গবন্ধুর মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি

টপ নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মরণোত্তর সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করেছে। তাকে এই ডিগ্রী বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তনে প্রদান করা হয়।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১ টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পক্ষে ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণ করেন। সমাবর্তন সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধানমন্ত্রীর হাতে।

বঙ্গবন্ধুর পক্ষে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিগ্রি গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রী স্বাক্ষর করেন বঙ্গবন্ধুর পক্ষে এই ডিগ্রী গ্রহণের রেজিস্ট্রার বইয়ে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ঘোষণা দেন বঙ্গবন্ধুকে এই ডিগ্রী প্রদানের।

এর আগে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনস্থলে প্রবেশ করেন বেলা ১১টায় এবং তিনি মঞ্চে আসন গ্রহণ করেন ১১ টা ৫ মিনিটে। এরপর সমাবর্তন সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তন উদ্বোধন করেন ।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles