সর্বশেষ

36.2 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

প্রাণছোঁয়া হাতিরঝিল বিষাক্ত নগরে

টপ নিউজ ডেস্কঃ ইট-পাথরের এই নগরীতে প্রাণ-প্রকৃতি থেকে ক্রমশই মানুষের দূরত্ব বাড়ছে । শেষ কবে প্রাণখুলে নিশ্বাস নিতে পেরেছেন, ইয়ত্তা নেই তার । জলের ঢেউয়ে মন নাচিয়েছেন
কোন ক্ষণে তাও হয়তো ঠিক মনে করতে পারছেন না । আর নির্বিঘ্নে রাস্তা পাড়ি দেওয়া বোধহয় সম্ভবই না কোনো বড় ছুটি ছাড়া !

তবে চাইলেই মন মজিয়ে দেখতে পারবেন জলের ঢেউ । শিশির কিংবা বৃষ্টিভেজা ঘাসে পা মাড়াতে পারবেন । সবুজে দৃষ্টি রেখে সজীবতা উপভোগ করতে পারবেন । কোনো বাহনে বসে থাকতে ঘণ্টার পর ঘণ্টা হবে না । পাড়ি নিমিষে দিতে পারবেন । আর রাত হলে তো অন্য এক রূপের হাতছানি। রাজধানীর হাতিরঝিলের কথা বলছি । এ যেন অপরূপ এক সংযোজন নগরে। চিরচেনা রাজধানী থেকে ঘেরা জলাধার বিচ্ছিন্ন এক সবুজে । যেখানে প্রকৃতির রঙে রং মিলিয়ে মানুষ মিলছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles