সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বললেন ইসরায়েলি অর্থমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনে টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ২২ হাজার ফিলিস্তিনি। এই পরিস্থিতিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ আবারও ফিলিস্তিনিদের গাজা উপত্যকা ছেড়ে চলে যেতে বলেছেন। রবিবার আর্মি রেডিওতে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালল স্মোট্রিচ ফিলিস্তিনি বাসিন্দাদের গাজা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখন দরকার গাজাবাসীকে এলাকা ছাড়তে উৎসাহিত করা।

তিনি মূলত, ইসরায়েলিদের জন্য পথ তৈরি করে এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলিরা মরুভূমিকে প্রস্ফুটিত করে তুলতে পারে।

এদিকে এ প্রসঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী এবং গাজার শাসন ক্ষমতায় থাকা হামাস বলেছে, ২০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার এবং তাদের মধ্যে প্রায় ২ লাখ ফিলিস্তিনিকে গাজায় রাখার যে আহ্বান স্মোট্রিচ জানিয়েছে তা বর্বর আগ্রাসনের পাশাপাশি অন্যতম একটি যুদ্ধাপরাধও।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles