সর্বশেষ

43.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বগুড়ায় দূরপাল্লাসহ বাস চলাচল বন্ধ বিভিন্ন রুটে

টপ নিউজ ডেস্কঃ পূর্ব ঘোষণা ছাড়াই বগুড়া থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বন্ধ রয়েছে তেলচালিত বাস চলাচল । শনিবার (৬ আগস্ট) সকাল থেকেই বন্ধ রয়েছে বাস চলাচল ।
বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, নগরবাড়ীসহ রাজধানী ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি বগুড়া থেকে । তবে সিরাজগঞ্জ ও ময়মনসিংহ জেলার আভ্যন্তরীণ রুটে চলাচল করছে গ্যাসে চালিত বাস । পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে লোকসানের কারণে । নতুন করে ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত বন্ধ থাকবে বাস চলাচল ।

বগুড়া ও নগরবাড়ী রুটের বাস চালক নাসির জানান, আগে যেখানে জ্বালানি লাগতো পাঁচ হাজার টাকার, এখন ৯ হাজার লাগবে । পাবো কই বাড়তি চার হাজার টাকা । এজন্য বন্ধ রেখেছি গাড়ি চালানো । বগুড়া-ঢাকা রুটের ইউনাইটেড পরিবহনের বাস চালক জিয়াউর রহমান বলেন, বাস ভাড়া না বাড়ানো পর্যন্ত চালাবো না গাড়ি । নিজের পকেট থেকে টাকা ঢেলে করবে না কেউ ব্যবসা ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles