সর্বশেষ

39.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

বঙ্গবন্ধু সেতু‌ পার হলো ৮২৩৯ মোটরসাই‌কেল ২৪ ঘণ্টায়

টপ নিউজ ডেক্স: পবিত্র ঈদুল ফিতর‌কে কেন্দ্র করে বা‌ড়ি যাচ্ছে মানুষ প‌রিবারের সঙ্গে ঈদ করতে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ । গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৩৯‌টি মোটরসাই‌কেল বঙ্গবন্ধু সেতু‌ পার হয়ে উত্তরবঙ্গ গিয়েছে ।

একই সময়ে সেতু পারাপার হ‌য়ে‌ছে ৪২ হাজার ৩৬৫‌টি প‌রিবহন ছোট বড় মি‌লি‌য়ে। এতে সেতুতে ২ কো‌টি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছে । শুক্রবার (২১ এপ্রিল) সকা‌লে টো‌ল আদা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল  ।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী বলেন, এ বছর ঈদে সেতু‌তে মোটরসাই‌কেল পার হ‌য়ে‌ছে  রেকর্ড  প‌রিমাণ । এছাড়া  বে‌ড়ে‌ছে টোল আদায়ও।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles