সর্বশেষ

44.1 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

বাড়বে তাপমাত্রা, ফের কবে বৃষ্টি হবে জানালো আবহাওয়া অফিস

টপ নিউজ ডেস্ক: তাপমাত্রা বেড়েছে শীত বিদায় নিয়ে। তবে গত ক’দিনে দেশের বেশকিছু অঞ্চলে ঝরেছে বৃষ্টি আগে থেকেই দেয়া পূর্বাভাস অনুযায়ী। সর্বশেষ  টাঙ্গাইলে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। তবে আগামী কয়েক দিনে সম্ভাবনা নেই বৃষ্টিপাতের। ফলে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

সোমবার সকাল ৯টায় উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিনে সম্ভাবনা নেই বৃষ্টিপাতের। এই সময়ে সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে সারাদেশের আবহাওয়া। এরমধ্যে আজ সোমবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles