সর্বশেষ

29.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স অনলাইনে পাওয়ার সুবিধা

টপ নিউজ ডেস্কঃ অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুবিধা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চালু করেছে । এখন থেকে গ্রাহককে শুধু একবারই পরীক্ষা দিতে যেতে হবে বিআরটিএ কার্যালয়ে ।

এ তথ্য জানায় মঙ্গলবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লার্নার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য দুটি আবেদনের পরিবর্তে অনলাইন বেইজড একটি কম্বাইন্ড ফরম ১৬ নভেম্বর (বুধবার) থেকে বিআরটিএ সার্ভিস পোর্টালে (BSP) চালু হবে।

এক্ষেত্রে আবেদনকারীকে ৩/৪ বারের পরিবর্তে শুধুমাত্র একবার পরীক্ষা কেন্দ্রে আসতে হবে পরীক্ষা দেয়া ও বায়ো-এনরোলমেন্টের জন্য ।

এতে আরও বলা হয়, এছাড়াও এ সিস্টেম থেকে আবেদনকারী ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনলাইন ভেরিফিকেশন বেইজড QR কোড সম্বলিত লার্নার লাইসেন্স গ্রহণ, পরীক্ষার ফল জানা, ফি প্রদান, সিস্টেম জেনারেটেড স্মার্ট কার্ড আবেদন দাখিল, QR কোড বেইজড সিস্টেম জেনারেটেড মোটরযান চালনার অস্থায়ী অনুমতিপত্র বা একনলেজমেন্ট স্লিপ প্রাপ্তি এবং আবেদনপত্র বা কার্ড প্রস্তুতের স্ট্যাটাস জানতে পারবেন প্রতিটি পর্যায়ে । তাছাড়া ডাকযোগে গ্রহণ করতে পারবেন স্মার্ট কার্ড ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles