সর্বশেষ

29.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বিকেলে ফিরবেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা

টপ নিউজ ডেক্স: সোমবার (২০ মার্চ) বিকেলে ফিরবেন বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে সেন্টমার্টিনে আটকাপড়া পর্যটকরা । সংকেত উঠে যাওয়ায় কয়েকটি জাহাজ সকালে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

জাহাজগুলো টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে গেছে সেন্টমার্টিনের উদ্দেশ্যে। সবকিছু ঠিক থাকলে বিকেলে টেকনাফে পৌঁছাবে ফিরতি যাত্রী নিয়ে।

জানা গেছে, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে  টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয় স্থানীয় সতর্কতা সংকেত দেখে। ফলে ১৯ মার্চ সেন্টমার্টিনে আটকা পড়ে প্রায় ৬০০ পর্যটক । একদিন পর সংকেত উঠে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশনায় সকালে সব জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে আটকা পড়া পর্যটকদের ফেরাতে।  

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, জেলা প্রশাসনের নির্দেশ মতে জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, যাতে পর্যটকরা নিরাপদে ফিরতে পারেন।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles