সর্বশেষ

34.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বিমানের ভেতর হেঁটে হেঁটে যাত্রীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ছেড়েছেন। বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘সোনার তরীর’ লন্ডন ও নিউইয়র্কগামী ফ্লাইটে করে শুরু করেছিলেন তিনি তার এই যাত্রা।

আর লন্ডনের পথে উড়াল দেওয়ার আগে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন বিমানটির ভেতর থাকা অন্য সাধারণ যাত্রীদের সঙ্গে। হেঁটে হেঁটে তিনি যাত্রীদের খোঁজখবর নেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের ক্রুদের সঙ্গেও কুশল বিনিময় ও আদর করেন এক শিশুকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় রোববার সকাল ১০টা ১২ মিনিটে। তিনি লন্ডন পৌঁছান রাত ৯টা ৫ মিনিটে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে বাংলাদেশ সময় আজ সকাল পৌনে ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles