সর্বশেষ

31.4 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিশ্ব বাজারে খাদ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে

টপ নিউজ ডেস্কঃ বিশ্ব বাজারে খাদ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে এখন । চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনে রাশিয়া হামলা চালায় । এরপরই মূলত খাদ্যের দাম আকাশচুম্বী হয় বেড়ে । কারণ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরগুলো রুশ বাহিনী অবরোধ করে । এতে বন্ধ হয়ে যায় ইউক্রেনের শস্য রপ্তানি । কিন্তু জুলাইতে জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে চুক্তি হয় একটি সমঝোতা । এর আওতায় ইউক্রেন খাদ্যপণ্য রপ্তানি ফের শুরু করেছে, যা সহায়তা করছে বৈশ্বিক খাদ্যের দাম কমাতে । জুলাইতে জাতিসংঘের খাদ্য মূল্যসূচকে দেখা গেছে, নয় শতাংশ দাম কমেছে । তাছাড়া প্রায় আরও দুই শতাংশ আগস্টে কমেছে ।

আশার কথা হলো আগস্টে খাদ্যের দাম পৌঁছেছে ইউক্রেনের বন্দর অবরোধের পূর্বে যা ছিল সে পর্যায়ে । গত মাসে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ১৬ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে, যার মধ্যে রয়েছে ভুট্টা, গম ও তৈলবীজ। তাছাড়া একই মাসে ছোট ছোট নদী, রাস্তা, ট্রেন ও সাগর পথে ৩০ লাখ টন শস্য সক্ষম হয়েছে রপ্তানি করতে । ধারণা করা হচ্ছে, অক্টোবরের মধ্যে দেশটির মোট খাদ্যপণ্য রপ্তানি পৌঁছাতে পারে ৬০ লাখ টনে । এমন অনুকূল পরিস্থিতিতে খাদ্যের দাম উল্লেখযোগ্য হারে কমছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles