সর্বশেষ

39.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

বিসিবি এখনও গ্রহণ করেনি মুশফিকের অবসরের আবেদন

টপ নিউজ ডেস্কঃ এশিয়া কাপের ব্যর্থ অভিযান শেষে দেশে ফেরার একদিন পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে মুশফিকুর রহিম বিদায় জানিয়ে দিয়েছেন । যা দেখে অনেকে হতবাক হয়েছেন, আবার কেউ ধন্যবাদ জানিয়েছেন । এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় ।

গত তিন বছর ধরে এই ফরম্যাটে তার পারফরমেন্স ছিল খুবই খারাপ । চারদিক থেকে ভেসে আসছিল সমালোচনা। এর মাঝে দুইবার বিশ্রামের মোড়কে বাদও পড়েছিলেন জাতীয় দল থেকে । এবার নিজ থেকেই অবসরের ঘোষণা দিলেন । বিসিবি অবশ্য বলছে, তারা এখনও গ্রহণ করেনি অবসরের আবেদন। মুশফিকের অবদানের কথা স্মরণ করেই বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন তারা । এ বিষয়ে আজ রবিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে যে সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছে এবং সে টেস্ট আর খেলে যাবে ওয়ানডে । সে বলেছে যে, এই দুটি ফরম্যাটে সে ফোকাস করতে চায়, তাই সরে দাঁড়াচ্ছে টি-টোয়েন্টি থেকে । এটা আমাদেরকে সে জানিয়েছে এখন। আমি কথা বলেছি বোর্ড প্রেসিডেন্টের (নাজমুল হাসান পাপন) সঙ্গে । এই মুহূর্তে সিদ্ধান্ত হয়নি। এটা (অবসরের সিদ্ধান্ত) গ্রহণ করব কিনা সে বিষয়ে আলাপ করতে হবে আমাদের ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles