সর্বশেষ

29.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে পাতাল রেল প্রকল্পের

টপ নিউজ ডেস্কঃ উত্তরা থেকে আগারগাঁও রুটে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল প্রতিদিন ছুটে চলছে। এবার উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজের। আগামী বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী উদ্বোধনী পূর্বাচল সেক্টর ৪-এ ফলক উন্মোচন করবেন। এরপর ভাষণ দেবেন সুধী সমাবেশে। কর্তৃপক্ষ আশা করছে সেখানে এক লাখের বেশি লোক সমাগম হবে বলে।

এ প্রকল্পে এমআরটি লাইন-১ হিসেবে চিহ্নিত বিমানবন্দর থেকে কুড়িল, বাড্ডা, রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটারের পুরো অংশ হবে ভূগর্ভে। মোট ১২টি স্টেশন থাকবে এ অংশে।

পাতাল ও উড়াল মিলে ২০২৬ সাল নাগাদ মোট ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles