সর্বশেষ

39.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বেইলি রোডে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

টপ নিউজ ডেস্ক: রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে ঢাকায় ভারতের হাইকমিশন।

হাইকমিশন জানায়, চিঠিতে প্রধানমন্ত্রীকে সম্বোধন করে নরেন্দ্র মোদি আন্তরিক শোক প্রকাশ করেছেন বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার গ্রিন কোজি কটেজ শপিংমলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায়। সেইসঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

চিঠিতে মোদি লিখেন, এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। সেইসঙ্গে তিনি আশ্বস্ত করোন তার বন্ধুত্বপূর্ণ চিন্তাভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।

উল্লেখ্য, বেইলি রোড  ট্র্যাজেডিতে গত বৃহস্পতিবার রাতে প্রাণ হারায় ৪৬ জন। এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে ৪৩ জনের মরদেহ। আহত ১৩ জনের মধ্যে চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছেন ৬ জনকে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles