সর্বশেষ

29.1 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ভারত আমাদের তা-ই দিয়েছে, আমরা যা চেয়েছি : ওবায়দুল কাদের

টপ নিউজ ডেস্কঃ  বিএনপির এই অভিযোগ ‘শেখ হাসিনা যতবার ভারতে গিয়েছেন, শুধু দিয়েই এসেছেন, আনতে পারেননি কিছু’, -এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ভারত আমাদের তা-ই দিয়েছে, আমরা যা চেয়েছি। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। ভারতের সঙ্গে আপনারা অবিশ্বাস ও অনাস্থার দেয়াল তুলেছিলেন। সেই দেয়াল আমরা ভেঙে দিয়েছি।’

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপে এ তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ভারত বিশ্বময় সংকটের এই মুহূর্তে দেশের জনগণকে বাঁচানোর জন্য যা যা প্রয়োজন, তা-ই আমাদের দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সেটি আমরা অর্জন করতে পেরেছি। কোনও সংকট ছাড়া ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় করেছি। জয় করেছি সমুদ্রসীমা। হয়েছে কুশিয়ারা নদীর পানিবণ্টনও। হবে তিস্তার বিষয়টিও।’

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বলেন, প্রতিবার আমরা আশা করেছি যে এবার বুঝি তিনি কিছু নিয়ে আসবেন। কিন্তু প্রতিবার তিনি দেখেছি দিয়ে এসেছেন, নিয়ে আসেননি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles