সর্বশেষ

27.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভারত থেকে আমদানিতে কোটা সুবিধা করে দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ

টপ নিউজ ডেস্কঃ ভারত থেকে চাল, গম, চিনি, পেঁয়াজ, রসুন, আদা ও ডালসহ নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো আমদানিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কোটা সুবিধা করে দেওয়ার।

ভারত বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে । এই কোটা সুবিধা পেলে ভারত যখন তখন দিতে পারবে না পণ্য রফতানি বন্ধ করে । সম্প্রতি ভারত সফর বিষয়ে ব্রিফিং করার সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান এই তথ্য।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে এই ব্রিফিং হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষও উপস্থিত ছিলেন সেখানে।

মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা প্রদান, বিভিন্ন প্রকার শুল্ক-অশুল্ক সমস্যা কাটিয়ে বাণিজ্য সহজ করাসহ ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার অনুরোধ ভারতকে জানানো হয়েছে।

বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেপা) গঠনের জন্য ইতিবাচক অগ্রগতি হয়েছে। করোনার কারণে বন্ধ থাকা বর্ডার হাট শিগগিরই চালু করা হবে বলে বৈঠকে দুই দেশের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles