সর্বশেষ

36.7 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভারত থে‌কে পেঁয়াজ আসা শুরু হ‌বে চল‌তি সপ্তাহে

টপ নিউজ ডেস্ক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জা‌নি‌য়ে‌ছেন চল‌তি সপ্তাহ থে‌কে ভারত থে‌কে ৫০ হাজার টন পেঁয়াজ আসা শুরু হ‌বে। শ‌নিবার তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠা‌ন শে‌ষে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভার‌তের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন। আহসানুল ইসলাম টিটু ব‌লেন, ৫০ হাজার মে‌ট্রিক টন পেঁয়াজ এ সপ্তাহ থে‌কে ভারত থে‌কে আসা শুরু হ‌বে। রমজা‌নের আগে যেন ভোক্তাদের বে‌শি দামে নিত্য প্রয়োজনীয় জি‌নিস কিন‌তে না হয় সেটাই আমা‌দের লক্ষ্য।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ গত ৭ থে‌কে ৯ ফ্রেবুয়া‌রির দি‌ল্লি সফর ক‌রেন। পররাষ্ট্রমন্ত্রী ওই সফ‌রে ভার‌তের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের স‌ঙ্গে বৈঠক ক‌রেন। সেই বৈঠ‌কে তিনি রমজানের আগে ভারত‌ থেকে এক লাখ টন চিনি এবং ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির বিষয়ে আলোচনা করেন।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles