সর্বশেষ

28.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মসলার দাম বাড়ছে কোরবানির আগেই

টপ নিউজ ডেস্কঃ কোরবানি ঈদকে সামনে রেখে মসলাজাতীয় পণ্যের দাম বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০০ থেকে ১৬০ টাকা পর্যন্ত বেড়েছে জিরার দাম। প্রতি কেজিতে লবঙ্গের দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে দারুচিনি, তেজপাতা ও ধনিয়ার দাম। গত কয়েক দিনে আরও এক ধাপ বেড়েছে আগেই বেড়ে যাওয়া আদা ও পেঁয়াজের দাম।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, রোজার ঈদের পর থেকেই মসলার দাম বাড়তে শুরু করেছে পাইকারি বাজারে। প্রায় প্রতি বছরই এভাবে কোরবানির ঈদের আগে মসলা দাম বেড়ে যায়। তেবে এবারের পরিস্থিতির জন্য আমদানিকারকরা ডলারের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছেন।

বর্তমানে প্রতি কেজি জিরা ৮০০ থেকে ৮৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছে সপ্তাহখানেক আগে। গত সপ্তাহে ১৪শ থেকে ১৫শ টাকা ছিল লবঙ্গের কেজি। কেজিতে ১০০ টাকা বেড়ে এখন ১৫শ থেকে ১৬শ টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৪৫০ থেকে ৫২০ টাকা দরে বিক্রি হওয়া দারুচিনির দাম বেড়ে এখন ৪৯০ থেকে ৫২০ টাকা হয়েছে। কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে ধনিয়া।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles