সর্বশেষ

34.1 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

মাঘের শেষে ‍রাজশাহীতে হাড় কাঁপনো শীত

টপ নিউজ ডেস্ক: চলতি এই মৌসুমের শীত প্রায় বিদায়ের পথে। তবে শেষ সময়ে এসে  উত্তরের জেলাগুলোতে এর শীতের তীব্রতা কমছেনা। আজ পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট ডিগ্রি সেলসিয়াস, যা আজ দেশের সর্বনিম্ন।

এমনকি শুধু পঞ্চগড় নয়, গোটা উত্তরবঙ্গ কাঁপছে শীতের দাপটে। আজ রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক ডিগ্রী সেলসিয়াস , রাজারহাটে ৯, সৈয়দপুরে ১০,কুড়িগ্রামে ৯ , দিনাজপুরে আট দশমিক আট। এছাড়াও  ঈশ্বরদীতে আট দশমিক দুই, নওগাঁর বদলগাছীতে ৯ দশমিক পাঁচ, শাহজাহদপুরের বাঘাবাড়িতে ৯ দশমিক পাঁচ, কিশোরগঞ্জের নিকলীতে ৯ দশমিক সাত ডিগ্রি সেলিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শুধু তাপমাত্রার পারদ নেমেই ক্ষান্ত থাকেনি শীত। এভাবে পঞ্চগড়সহ দেশের ১০ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্য প্রবাহ।শুক্রবার সকালে এসব তথ্য জানিয়েছে পঞ্চগড় ও রাজশাহী আবহাওয়া অফিস।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles