সর্বশেষ

34.1 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

মানুষের জীবন নিয়ে খেলতে দেব না কাউকে : শেখ হাসিনা

টপ নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিন-রাত পরিশ্রম করি। আর তারা ধ্বংস করার জন্য আসে। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে তাদের ব্যাপারে। পুলিশে দিতে হবে অগ্নিসন্ত্রাসীদের ধরে। কাউকে খেলতে দেওয়া হবে না মানুষের জীবন নিয়ে।

আজ মঙ্গলবার বিকেলে তিনি রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সেবা করতে আসে। জাতির পিতাকে হত্যা করার পর যারা ক্ষমতায় এসেছিল, তারা লুটপাট করতে এসেছিল। মানুষের কল্যাণে কোনো কাজ করেনি তারা।

তিনি বলেন, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের প্রতিটি নির্বাচনে আমরা জয়লাভ করেছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ধারাবাহিকভাবে  অব্যাহত থেকেছে গণতন্ত্র।

আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিএনপি-জামায়াত খুলে ফেলে দিয়েছে ট্রেনের ফিসপ্লেট । যাতে মানুষ মারা যায় ট্রেনের বগি পড়ে গিয়ে। তারা মানুষ মারার ফাঁদ তৈরি করে দিয়েছে।

আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষকে মেরে কিসের আন্দোলন, আমার প্রশ্ন সেটাই।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles