সর্বশেষ

29.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

যুব বিশ্বকাপ : ভারতের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ

টপ নিউজ ডেস্ক: গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) মাঠে গড়িয়েছে যুব বিশ্বকাপের আসর। তবে আজ শনিবার (২০ জানুয়ারি) দ্বিতীয় দিনে ভারতের যুবাদের বিপক্ষে আজ বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগার যুবারা।

তবে শুরুতেই বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ে নেমে বল হাতে ভালোই দাপট দেখাচ্ছিল যুবা টাইগাররা। তবে ফিল্ড আম্পায়ার ডোনোভান কোচ বিপত্তিটা বাঁধিয়েছেন। বৈধ বলে তার নো বলের সিদ্ধান্তে উইকেট থেকে বঞ্চিত লাল সবুজের প্রতিনিধিরা।

ভারতের স্কোরবোর্ডে ১৭ রান যোগ না হতেই বাংলাদেশ প্রথম উইকেট তুলে নেয়। মারুফ মৃধার বলে উইকেটের পেছনে আশিকের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার আশ্বিন কুলকার্নী। এরপর যখন ৩১ রান স্কোরবোর্ডে, তখন দ্বিতীয় উইকেট হারায় ভারত। এবারও মৃধার বলে উইকেটের পেছনে আশিকের তালুবন্দী হয় মুশের খান। কিন্তু ইনিংসের সপ্তম ওভারে বিপত্তিটা ঘটে বাংলাদেশের সঙ্গে। ইকবাল হোসেনের বলে স্লিপে আউট হয় আদার্শ। টাইগার যুবরা যখন উল্লাস করবে ঠিক এমন সময় আম্পায়ার ডোনোভান দেখান নো বলের সংকেত।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যানুসারে, আম্পায়ার ওভারস্টেপসের জন্য নো বল দিলেও টেলিভিশন রিপ্লেতে দেখা যায় যে, তার বুট পপিং ক্রিজের অনেকটা ভেতরে ছিল। ফলে আম্পায়ারের বাজে সিদ্ধান্তে বৈধ বল করেও টাইগার যুবারা হয়েছে উইকেট থেকে বঞ্চিত।  

সম্পাদনায়: হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles