সর্বশেষ

39.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ১৫ দিনের বিশেষ অভিযান শুরু

টপ নিউজ ডেস্কঃ মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন ১৫ দিনের বিশেষ অভিযান শুরু করেছে। রাজশাহী মহানগরীর ১৫নং ওয়ার্ডের টিএন্ডটি কলোনী এলাকায় সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্যানেল মেয়র-১, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি এবং ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু।

১৫ দিনের এই অভিযানে পরিচালিত হবে পরিস্কার পরিচ্ছন্নতা, ড্রেন পরিস্কার, লার্ভিসাইড দিয়ে মশার লার্ভা ধ্বংস সহ অন্যান্য কার্যক্রম। এই কাজে নিয়োজিত থাকবে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১৩০০ কর্মী। বিশেষ অভিযান শেষেও অব্যাহত থাকবে নিয়মিত অভিযান।

উদ্বোধনকালে সরিফুল ইসলাম বাবু বলেন, সকলকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ সমন্বিত ভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে এই কাজটি বাস্তবায়ন করতে হবে মহানগরবাসীকে সম্পৃক্ত করে। এই অভিযান প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালিত হবে। 

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles