সর্বশেষ

34.1 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

রাজশাহীসহ সারাদেশেই বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

টপ নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদফতর দেশের আট বিভাগেই বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে আভাস দিয়েছে শিলাবৃষ্টিরও।

এ তথ্য আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগসমূহে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

এদিকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও ভোলা জেলা সমূহের ওপর দিয়ে।

এ বিষয়ে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, অব্যাহত থাকতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles