সর্বশেষ

37.6 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

রাজশাহী হবে দেশের প্রথম স্মার্ট সিটি

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী হবে দেশের প্রথম স্মার্ট সিটি। সেই আধুনিক নগরী কেমন হবে, সম্প্রতি তার সমন্বিত পরিকল্পনা করেছেন ১৩২ জন পরিকল্পনাকারী। তারা ধারণাপত্র জমা দিয়েছেন নগর কর্তৃপক্ষের কাছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ ব্যবস্থায় গড়ে তোলা হবে নগরীকে। দশ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি প্রকল্পের মাধ্যমে এই রূপান্তরের কাজ শুরু হবে আগামী বছর।

রাজশাহী নগর কর্তৃপক্ষের ভাষ্য মতে, স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ বাস্তবায়নের অংশ হিসেবে পাইলট প্রকল্পে দেশের প্রথম স্মার্ট সিটি হবে রাজশাহী।

এ প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স বৈঠকে গ্রামকেও স্মার্ট ভিলেজে পরিণত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে প্রথম ধাপে রাজশাহী ও কক্সবাজার নগরীকে পাইলট প্রকল্পের অধীনে স্মার্ট সিটি করা হবে। এক্ষেত্রে তিন ধাপে ২০২৪, ২০২৫ সালে সেবার স্মার্ট রুপান্তরের মধ্যেমে ২০২৮ সালের মধ্যে রাজশাহী হবে পেপারলেস ও কন্ট্যাক্টলেস স্মার্ট সিটি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles