সর্বশেষ

36.7 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

শ্রীনগরে বনায়নের গাছ কর্তনের অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী-পশ্চিম নওপাড়া পাকা সড়কের বনায়নের গাছ কর্তন করা হয়েছে। বিনা অনুমতিতে কর্তনকৃত এসব গাছসহ ডালপালা বিক্রির করায় উপকারভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিবন্দী গ্রামের মরহুম আব্দুল ঢালীর পালিত পুত্র মো. সোবাহান ঢালীর বিরুদ্ধে বনায়নের এসব গাছ কাটার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, বিবন্দী বেবীস্যান্ড সংলগ্ন সড়কের দক্ষিণ পাশে বনায়নের বেশ কয়েকটি কড়ইসহ হিজল গাছের মাথা কেটে নেয় সোবাহান ঢালী। এনিয়ে উপকারভোগীদের সাথে সোবাহান ঢালীর কথা কাটাকাটি হয়। এর আগেও মোল্লা বাড়ির সামনে সড়কের বেশকিছু গাছ নিজের বলে কেটে নেন তিনি। এলাকাবাসী আরো জানান, সোবাহান ঢালীর ছোট ছেলে জাপান প্রবাসী সাইফুল ইসলাম প্রান্ত ওরফে রিয়াদ নিজ পরিবারের সহযোগীতায় পার্শ্ববর্তী লৌহজং উপজেলার খিদির পাড়া এলাকার মো. হায়দারের কন্যাকে বিয়ে করে। এখন বিয়াদ ওই তরুণীকে স্ত্রীর স্বীকৃতি দিতে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার বিবন্দী গ্রামে সোবাহান ঢালীর বাড়িতে ভুক্তভোগী তরুণী অনশন করে। ওইদিন সন্ধ্যার দিকে এক পর্যায় রিয়াদের ঘরে তরুণী আত্মহত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী ঘরের দরজা ভেঙ্গে তরুণীকে উদ্ধার করেন।

এ সময় সোবাহান ঢালীসহ পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই রেশ কাটতে না ককাটতেই সরকারি গাছ কেটে সোবাহান ঢালী ফের আলোচনায় উঠে আসে। উপকারভোগীরা অভিযোগ করেছেন, সড়কের পার্শ্ববর্তী জমির মালিক সোবাহান ঢালী ও তার ছেলেরা জোরপূর্বক গাছ কেটে ৫ হাজার টাকায় বিক্রি করে। খবর পেয়ে উপজেলার বন কর্মকর্তা এসে গাছগুলো আটক দেন। অভিযুক্ত সোবাহান ঢালীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দম্ভ করে বলেন, আমার গায়গায় গাছ থাকায় ডালপালা কেটে বিক্রি করেছি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সোবাহান ঢালীর এ ধরণের কর্মকান্ডে এলাকায় বিতর্কের সৃষ্টি হচ্ছে। আমি এর বেশী কিছু বলতে পারছিনা। শ্রীনগর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন খান জানান, গতকাল বনায়নের গাছ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles