সর্বশেষ

34.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সরকার সশস্ত্র বাহিনীকে সক্ষম করেছে যেকোনো পরিস্থিতি মোকাবিলায়

টপ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে যেকোন পরিস্থিতি মোকাবিলায় দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, সময়োপযোগী ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হিসেবে গড়ে তুলতে। যাতে তারা সক্ষম হয় পরিস্থিতি মোকাবেলায়। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের এই সশস্ত্র বাহিনী উপযুক্তভাবে গড়ে উঠবে দেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে প্রধান অতিথির ভাষণে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় বৃহত্তম রেজিমেন্ট, ‘বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’ তথা ‘বীর’ এর ৩য় পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যেকোনো ক্ষেত্রেই জনগণের পাশে দাঁড়ায় আমাদের সশস্ত্র বাহিনী। শুধু তাই নয়, দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যাপকভাবে তার সরকার কাজ করে যাচ্ছে এবং আমাদের সশস্ত্র বাহিনীও দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে সেভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles