সর্বশেষ

43.8 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

সাইবার নিরাপত্তা আইনকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। দেশটি মন্তব্য করেছে এই বিতর্কিত আইনটি বিরোধী ও সমালোচকদের মুখ বন্ধ করতে এবং আটক করতে ব্যবহৃত হতো।

এই পরিস্থিতিতে ওয়াশিংটন আহ্বান জানিয়েছে খসড়া সাইবার নিরাপত্তা আইনে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার স্থানীয় সময় সোমবার (৭ আগস্ট) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ওই ব্রিফিংয়ের বিস্তারিত যুক্তরাষ্ট্রের বক্তব্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা স্বাগত জানাই বাংলাদেশের মন্ত্রিসভা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে যে খবর পাওয়া যাচ্ছে সেই সিদ্ধান্তকে। আমরা আগেই বলেছি, এই আইন সমালোচকদের গ্রেপ্তার, আটক এবং মুখ বন্ধ করতে ব্যবহৃত হয়েছে।

এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নাম ও বিষয়বস্তুতে পরিবর্তন এনে সাইবার নিরাপত্তা আইন নামে সরকারের নতুন আইন করার সিদ্ধান্তকে স্বাগত জানায়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles