সর্বশেষ

26.6 C
Rajshahi
বুধবার, মে ৮, ২০২৪

সাউথ আফ্রিকা অনুর্ধ- ১৯ দলকে হারিয়ে সিরিজ জিতলো টাইগারযুবারা

টপ নিউজ ডেস্কঃ ৫ম ম্যাচের একদিনের আর্ন্তজাতিক ম্যাচ এর  ৫ম ও শেষ খেলায় বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দল  ৩ উইকেটে সফররত সাউথ আফ্রিকা অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দলকে হারায় ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো যুবরা।

গতকাল সোমবার (১৭ জুলাই) শহীদ এএইচএম কামারুজ্জামান রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত  ৫ম ও শেষ ম্যাচে সফরত সাউথ আফ্রিকা অনুর্ধ- ১৯ জাতীয় ক্রিকেট দলকে ৩ উইকেটে পরাজিত করে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দল।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। টসে সকলে  আউট হয়ে যায় । দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভিড টেজার। এছাড়াও ৩২ রান করেন জুয়ান জেমস ও ২৭ রান করেন রির্চাড । বাংলাদেশের বোলারদের মধ্যে মাহফুজুর রাব্বি ৮.৪ ওভারে ৪৩ রানে ৩টি  উইকেট নেন। এছাড়াও বর্ষন ৫৩, রিজান ১৫ ও রাফিউজ্জামান ৩৯ রানে ২টি করে নেন।

২১১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ অনুর্ধÑ১৯ দলের দুই উদ্বোধনী ব্যাটার। দলীয় ৪০ রানে ব্যাক্তিগত ১৩ রানে আউট হন রিজওয়ান। মাত্র ৮ রানের ব্যবধানে রিজানকে হারিয়ে বসে স্বাগতিক দল। উদ্বোধনী ব্যাটার আদিল বিন সিদ্দিক অপর ব্যাটার আরিফুলকে সাথে নিয়ে দলীয় স্কোরের সাথে ১৩৫ রান যোগ করেন।

এসময় আদিল হাফ সেঞ্চরী করে ৫৮ রানে আউট হলে বাংলাদেশ দল কিছুটা চাপে পরে গেলে একাই দলকে টানতে থাকে আরিফুল। অরিফুল ব্যাক্তিগত ৬৮ রানে আউট হলে আরো বিপদে পরে যায় বাংলাদেশ দল। ১৮৯ রানে ৭ উইকেট হারিয়ে বসলে দলের দায়িত্ব নেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। তিনি ঠিক ৪র্থ ম্যাচের মত দায়িত্ব নিয়ে ৪৭.১ ওভারে ২১১ রান তুলে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেন। খেলা শেষে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ২২ বলে  ১৫ রানে অপরাজিত থাকেন।

সাউথ আফ্রিকা অনুর্ধ-১৯ দলে সবচেয়ে সফল বোলার ছিল লিয়াম এলডার। তিনি ৯ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ দলের আরিফুল ইসলাম ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন রাফিউজ্জামান রাফি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles