সর্বশেষ

27.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সেচ মৌসুমে অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হবে:প্রতিমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ জ্বালানি বিদ্যুৎ ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সেচ মৌসুমে থাকবে না তেমন লোডশেডিং, বিদ্যুতের দাম সমন্বয় করা হবে পর্যায়ক্রমে ।

শুক্রবার (২৭ জানুয়ারি) এ কথা বলেন তিনি ।

এছাড়া ভোলার গ্যাস পাইপ দিয়ে বরিশাল হয়ে জাতীয় গ্রীডে নিয়ে আসা হবে বলেও নসরুল হামিদ জানিয়েছেন।

এর আগে, গত ২৪ জানুয়ারি (মঙ্গলবার) বিদ্যুৎ ভবনে সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সেচ মৌসুমে অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। সার্বিক সমন্বয়ের মাধ্যমে তদারকি জোরদার করতে পারলে উপকৃত হবেন কৃষকেরা । রক্ষণাবেক্ষণের নামে যেন অহেতুক সময় নষ্ট করা না হয়।

তিনি আরও বলেন, চাহিদার সঙ্গে সমন্বয় রেখে বাড়ানো হচ্ছে উৎপাদনও।

কৃষকেরা সেচের সময় পিক ও অফ পিক আওয়ার মেনে চললে পাওয়া যাবে ভালো ফল। এ সময় পিডিবির চাহিদামতো প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানি তেল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। বিপিসিকে চাহিদার অতিরিক্ত ফার্নেস অয়েল কেনার বিষয়ে প্রতিমন্ত্রী নির্দেশনা দেন ।

এছাড়া গত ২৩ জানুয়ারি ভোলা নর্থ-২ কূপে খবর জানা যায় গ্যাস পাওয়ার। পাশাপাশি এই কূপ থেকে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে জানানো হয়। ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles