সর্বশেষ

43.5 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সেনাবাহিনীর ট্রেনিংয়ে যাচ্ছে ২৯ ক্রিকেটার, নাম প্রকাশ করলো পিসিবি

টপ নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের শারীরিক শক্তি বাড়ানোর লক্ষ্যে ২৯ ক্রিকেটারকে সেনাবাহিনীর বিশেষ ট্রেনিংয়ে পাঠাচ্ছে। পিসিবি আজ সোমবার ট্রেনিংয়ে ডাক পাওয়া ২৯ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। সেই তালিকায় সাম্প্রতিক সময়ে দেশটির জাতীয় দলে খেলা প্রায় সকল ক্রিকেটারই রয়েছেন।

২৬ মার্চ শুরু হয়ে সেনাবাহিনীর এই বিশেষ ট্রেনিং ৮ এপ্রিল শেষ হবে। ক্রিকেটারদের ফিটনেস বিশেষ এই ট্রেনিং শেষে যাচাই-বাছাই করা হবে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করবে পাকিস্তান।

আগামী ১৪ এপ্রিল পাকিস্তানে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১৮,২০ ও ২১ এপ্রিল কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৫ ও ২৭ এপ্রিল।

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, সাহেবজাদা ফারহান, হাসিবুল্লাহ, সৌদ শাকিল, উসমান খান, মোহাম্মদ হারিস, সালমান আলি আগা, আজম খান, ইফতিখার আহমেদ, ইরফান খান নিয়াজি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, মেহরান মুমতাজ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আলী, জামান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আমির জামাল, হারিস রউফ ও মোহাম্মদ আমির।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles