সর্বশেষ

34.1 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

সড়ক যেন মৃত্যুফাঁদ, ৩২০ প্রাণ ঝরল ১২ দিনে

টপ নিউজ ডেস্কঃ সড়ক-মহাসড়ক যেন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে । সড়কে নেমে জীবন নিয়ে গন্তব্যে পৌঁছা যাবে কি না কঠিন হয়ে পড়েছে তা নিশ্চিত করে বলা । শনিবার (১৬ জুলাই) একদিনেই সারা দেশে সড়ক ৩৬ জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন । সড়ক যেন মৃত্যুফাঁদ, ১২ দিনে ৩২০ প্রাণ ঝরল

বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কমাতে মনিটরিং জোরদার করার পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের জরুরি আচরণগত পরিবর্তন ।

এবারের ঈদে ৫ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মাত্র ১২ দিনে সড়কে ৩২০ জনের প্রাণ গেছে । শনিবার একদিনেই ১২ জেলায় ৩৬ জন মারা গেছেন ।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি ঈদযাত্রা তো বটেই সাম্প্রতিক সময়ে সড়কে এত প্রাণহানি দেখা যায়নি আর ।

দেশে বেশ কয়েকটি সড়ক মহাসড়ক চার লেন ও উন্নীত হয়েছে ছয় লেনে । এতে সড়কে গতি যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি দুর্ঘটনার সংখ্যাও বেড়ে গেছে । এর দায় সব পক্ষেরই ,
চালক, যাত্রী এবং পথচারী । যদিও তারা একে অপরকে দুষছেন ।

এক পথচারী জানান, চালকের থেকে পথচারীরা সবচেয়ে দায়ী । কারণ তারা রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেয় হঠাৎ করে । ওই সময়ে এতে দুর্ঘটনা ঘটে গাড়ির গতি থাকে ৮০ থেকে ১০০ ।

পথচারীদের অভিযোগ, রাস্তা পারাপারের সময় সেখানে তা নেই , যেখানে আন্ডারপাস বা ফুটওভার ব্রিজ দরকার । তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে তারা সড়ক পারাপার করেন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles