সর্বশেষ

43.8 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

হাজিদের পরিবহনে জেদ্দা থেকে মক্কায় চালু হবে উড়ন্ত ট্যাক্সি

টপ নিউজ ডেস্ক: হজ যাত্রীদের সুবিধার জন্য প্রতিবছর নতুন নতুন পদ্ধতি চালু করে সৌদি আরব। এবারও দেশটির কর্তৃপক্ষ ভিন্ন এক পরিকল্পনা নিয়েছে। লোহিত সাগরের তীরে অবস্থিত শহর জেদ্দা এবং পবিত্র নগরি মক্কায় হাজিদের পরিবহনের জন্য পরিকল্পনা করছে এয়ার ট্যাক্সি বা উড়ন্ত ট্যাক্সি চালুর সৌদি আরব।

এ পরিকল্পনাকে সামনে রেখে সৌদি আরবের এয়ারলাইনস সাউদিয়া ১০০টি লিলিয়াম জেট কেনার চুক্তি করেছে। সংস্থাটি জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কিনবে।

নতুন এয়ার ট্যাক্সি বহন করতে পারবে ছয়জন যাত্রী। সাউদিয়া গ্রুপের করপোরেট কমিউনিকেশনের পরিচালক আবদুল্লাহ আল শাহরানি সৌদি এ বিষয়ে কে বলেন, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে গ্র্যান্ড মসজিদের কাছে মক্কা হোটেল ও অন্য পবিত্র স্থানগুলোর মধ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে ওমরাহ পালনকারীদের যাতায়াত মসৃণ করতে।

এ ধরনের এয়ার ট্যাক্সি চালানোর অনুমতি পাওয়ার জন্য সৌদি এয়ারলাইনস দেশের আইনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে বলে জানান আল শাহরানি।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles