সর্বশেষ

27.5 C
Rajshahi
শনিবার, মার্চ ২৫, ২০২৩

ধনীর তালিকায় আদানি ৩য় থেকে ৩০ নম্বরে

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পর থেকে গত এক মাসে প্রায় ১২ লাখ কোটি ভারতীয় রুপির সম্পদ আদানি গোষ্ঠীর সংস্থাগুলো হারিয়েছে । যা টিসিএসের মোট শেয়ার সম্পদের সমান।

বিশ্বের তৃতীয় ধনীর আসন দখল করা গৌতম আদানি মাস খানেকের মধ্যে ৩০ নম্বরে এক ধাক্কায় নেমেছেন। তার আরও পতন হতে পারে বলে আশঙ্কা আছে।

- - Advertisement - -

এই অবস্থায় শেয়ার বাজার বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, তবে কি আদানি গোষ্ঠী ভারতের এনরন হতে চলেছে? অন্যরা বলেছেন যে আদানিদের সংস্থাগুলোর যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক চুক্তি রয়েছে, তাতে আপাতত নগদের জোগান এবং ঋণ শোধে সমস্যা হওয়ার কথা নয়।

এদিকে লগ্নিকারীদের আস্থা ফেরাতে আইনি পরামর্শ নিতে শুরু করেছে আদানি শিল্প গোষ্ঠী। এমনকি বিভিন্ন ধরনের ঋণও শোধ করে যাচ্ছে তারা।

- Advertisement -

আমেরিকার অন্যতম বৃহৎ জ্বালানি সরবরাহকারী সংস্থা এনরনের বিরুদ্ধে দেনার অঙ্ককে কম দেখিয়ে এবং ব্যবসায়িক ক্ষতি লুকিয়ে বড় মুনাফা দেখানোর অভিযোগ উঠেছিল। তা প্রকাশ্যে আসার পরে ওই সংস্থার শেয়ার দর হঠাৎ কমে যায়।

শেষে ২০০১ সালে এ সংস্থাটিকে দেউলিয়া ঘোষণা করা হয় । আদানিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং তার কারণে মাস খানেক ধরে লাগাতারভাবে তাদের শেয়ার দরের পতনের সঙ্গে এই এনরন কেলেঙ্কারিরই মিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। শেষটাও আমেরিকার ওই সংস্থার মতো হবে কিনা, সেই প্রশ্নে উদ্বিগ্ন তারা।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles