সর্বশেষ

43.8 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভারত

টপ নিউজ ডেস্ক: ভারত অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। দেশটিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছে। ভারত বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ। ভারত গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তারি ওপর নিষেধাজ্ঞা দেয়। যা আগামী ৩১ মার্চ করা হয় বাড়িয়ে। কিন্তু এ সময় শেষ হওয়ার আগেই দেশটি পেঁয়াজ রপ্তানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞার কথা জানাল। 

গতকাল শুক্রবার বিকেলে জারি করা একটি আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজের ওপর বহাল থাকবে নিষেধাজ্ঞা।

পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে। ওই নির্বাহী বলেছেন, ডিসেম্বরে ৪ হাজার ৫০০ রুপি ছিল প্রতি একশ কেজি পেঁয়াজের মূল্য। তা কমে এখন নেমেছে এক হাজার ২০০ রুপিতে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles