সর্বশেষ

39.3 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

অভিনেতাদের ধর্মঘটে অচল হলিউড

টপ নিউজ ডেস্কঃ অস্তিত্ব সংকটের শঙ্কায় ধর্মঘটের ডাক দিয়েছেন হলিউডের শিল্পী-কলাকুশলীরা। নজিরবিহীন এই কর্মসূচি শুরু হবে, লসএঞ্জেলেসের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে।

বেতন বৃদ্ধি, অনলাইন প্লাটফর্ম থেকে উপযুক্ত পারিশ্রমিক, রয়্যালটির স্বচ্ছতাসহ কয়েক দফা দাবিতে রাজপথে হলিউডের শিল্পী-কুশলীরা। এতে যোগ দেন এমিলি ব্লান্ট, সিলিয়ান মারফির মতো তারকারা। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এর ব্যানারে চলা এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন টেলিভিশন ও চলচিত্রের সাথে সংশ্লিষ্ট ১ লাখ ৬০ হাজারের বেশি সদস্য। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দেয় সংগঠনটি।

এতে পুরোপুরি স্থবির হয়ে পড়তে পারে হলিউডের কার্যক্রম। এত বড় ধর্মঘট ৪০ বছরের মধ্যে দেখেনি হলিউড ইন্ড্রাস্ট্রি। এই আন্দোলন শুরু হয় গেল মে মাস (২০২৩) থেকে। ওটিটি প্লাটফর্মগুলোর সাথে বিষয়টি নিয়ে বারবার আলোচনায় বসতে চাইলেও, সাড়া না মেলায় রাজপথে নেমেছেন তারা।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles