সর্বশেষ

39.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

টপ নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

এসময় ভ্রাম্যমাণ আদালত এডিস মশা ও লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার (১৫ জুলাই) নগরীর বিভিন্ন এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১টার দিকে পর্যন্ত এই অভিযান চালানো হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সচিব মশিউর রহমান অভিযান পরিচালনা করেন।

নগর ভবন হতে স্টেশন ভাংড়ি পট্টি হয়ে গতকাল (শনিবার) পদ্মা আবাসিক হয়ে উপভদ্র হয়ে দড়িখরবনা উপশহর সড়ক হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত এ অভিযান বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে পরিচালনা করা হয়।

এডিস মশা ও মশার লার্ভা পাওয়ায় এসময় পদ্মা আবাসিক এলাকার আদ দ্বীন প্রোপ্রাটিজ এবং বাবুল ফিলিং স্টেশনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিন জনকে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে ১১হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles