সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

অস্থিতিশীল করা হচ্ছে নিরাপদ রেলযাত্রাকে : রেলমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে। দুর্বৃত্তরা যাত্রীবেশে উঠে ট্রেনে নাশকতা করেছে।

আজ মঙ্গলবার সকালে রেলভবনের সভাকক্ষে দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতা বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন ।

তিনি বলেন, ট্রেনের নাশকতার সঙ্গে তারাই জড়িত যারা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে। দুর্বৃত্তরা প্রধান হাতিয়ার বানিয়েছে রেলকে আক্রমণের ।

মন্ত্রী বলেন, বর্তমানে হুমকি তৈরি হয়েছে রেল চলাচলে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে ফেলে জনজীবন যে হুমকির মধ্যে ফেলা হচ্ছে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রেলকে সম্পৃক্ত করে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো প্রতিটি ফৌজদারি অপরাধ।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একটি বগি থেকে উদ্ধার করা হয়েছে মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ।

মরদেহগুলোর মধ্যে ছিল একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-৩৫ বছর বয়সী নাদিরা আক্তার পপি এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles