সর্বশেষ

43.7 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আগামী মাসে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল

টপ নিউজ ডেক্স: আগামী জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) করোনায় ক্ষতিগ্রস্ত ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করছে । এ ছাড়া অন্য বিসিএসগুলো এগিয়ে নিতেও কাজ চলছে বলে  সাংবিধানিক সংস্থাটি জানিয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস এ বিষয়ে বলেন,  আগামী জুলাই মাসের মধ্যে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার চেষ্টা করব  আমরা । সেই সঙ্গে কাজ চলছে অন্য বিসিএসগুলো নিয়েও। এ ছাড়া চেষ্টা চলছে ৪৫তম বিসিএসের প্রিলির ফলও দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার।

পিএসসি সূত্রে জানা যায়, প্রায় শেষ পর্যায়ে রয়েছে ৪১তম বিসিএসে মৌখিক পরীক্ষায় ১৩ হাজার প্রার্থীর ভাইভা নেওয়ার কাজ। ভাইভা শেষ হলে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ৪১তম বিসিএসের চাকরিপ্রার্থীদের।

পিএসসি ২০১৯ সালের ২৭ নভেম্বর  প্রকাশ করে বিসিএসের বিজ্ঞপ্তি। এতে ৪ লাখের বেশি প্রার্থী আবেদন করেন। ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়ার। তবে সরকার সিদ্ধান্ত নিলে বাড়তে পারে পদের সংখ্যা।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles