সর্বশেষ

29.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯০ শতাংশই ফেল

টপ নিউজ ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীই এই ইউনিটে ফেল করেছেন। ফলাফল দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী দুপুরে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন ভার্চুয়াল ক্লাসরুমে।

বিজ্ঞান ইউনিটে এ বছর ১০.৬১ শতাংশ পাসের হার  এবং ১১ হাজার ১০৯ জন মোট পাস করেছে । বাকি ৮৯.৩৯ শতাংশ শিক্ষার্থী করেছেন ফেল।

বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি মোট আসন সংখ্যা। এর মধ্যে ১ হাজার ৭৭৫টি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, ৫১টি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য  এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

এই ইউনিটে ১ লাখ ১৭ হাজার ৭৬৩ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৫৫৭ জন পাস করেছেন, ৫৪২ জন মানবিক বিভাগে এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ১০ জন।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles