সর্বশেষ

31.4 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আজ বিশ্ব হাতি দিবস

টপ নিউজ ডেস্ক:  আজ ১২ আগস্ট (শনিবার) বিশ্ব হাতি দিবস। ২০১২ সাল থেকে বিশ্ব হাতি দিবস আজকের এই দিনটিতে পালিত হয়ে আসছে।

বাঘ, সিংহের পর যে প্রাণীটির কথা সবার চোখের সামনে ভেসে ওঠে তা হচ্ছে হাতি। এটি জীবজগতের বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী প্রাণী।

বিশ্ব হাতি দিবস মূলত পালন করা সম্ভব হয়েছে কানাডার দুই চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া সিমস, মাইকেল ক্লার্ক এবং থাইল্যান্ডের রিইন্ট্রোডাকশন ফাউন্ডেশনের উদ্যোগে।

প্রাণী বিশ্লেষকদের আশঙ্কা, স্থলচরদের মধ্যে সবচেয়ে বড় এ প্রাণীটি ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে যদি না, আগামী দিনে হাতি সংরক্ষণ, গ্রামবাসীদের হাতে হাতি নিধন ও চোরাশিকারীর উপদ্রব কমাতে না পারলে।

হাতিরা বাস করে তৃণভূমিতে। এদের প্রায় সব দেশেই দেখা মেলে, তবে হাতির সংখ্যা বেশি আফ্রিকার দেশগুলোতে।

নগরায়ণ এবং বনাঞ্চল ধ্বংসের কারণে একদিকে যেমন হাতির বিচরণভূমি নষ্ট হচ্ছে। অন্যদিকে, প্রাণী জগতের এই বৃহত্তম স্থলচর প্রাণীটি বিলুপ্ত হচ্ছে কালোবাজারি ও চোরাকারবারিদের শিকারে পরিণত হয়ে। এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতেই হাতির দিবসের প্রচলন করা হয়।

সম্পাদনায়: হাবিবা সুলতানা

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles