সর্বশেষ

43.8 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঠান্ডায় ৬০ জনের মৃত্যু

টপ নিউজ ডেস্ক: ভারী বৃষ্টি ও তীব্র ঠান্ডায় আফগানিস্তানে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ মার্চ) দেশটির জাতীয় দুর্যোগবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র জনান, সাইকের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, দেশে ভারী বৃষ্টি ও তীব্র ঠান্ডায় স্থানীয় বাসিন্দারা শিকার হয়েছে ভয়াবহ পরিস্থিতির। গত ২৩ দিনে এসব দুর্যোগে দেশটিতে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ২৩ জন নানা দুর্ঘটনায়।

বৈরি আবহাওয়া ও দুর্যোগে মারা গেছে প্রায় এক লাখ ৭৭ হাজরের বেশি গবাদি পশু। এছাড়া পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে প্রায় এক হাজার ৬০০টি বসতবাড়ি।

এরমধ্যে মন্ত্রণালয় কাজ শুরু করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে ,বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় তারা  ২২ হাজার ৪১৫টি পারিবারকে খাদ্য ও নগদ অর্থ প্রদান করেছে এবং সহায়তা দেয়ার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles