সর্বশেষ

34.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আসলেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি : বাপ্পারাজ

টপ নিউজ ডেস্কঃ এক সময়ের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। বর্তমানে পর্দায় তাকে খুব একটা দেখা যায় না। তবে মাঝে মাঝে ইন্ডাস্ট্রির অসঙ্গতি বা ত্রুটি নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। অকপটে নিজের মন্তব্য জানিয়ে থাকেন এই নায়ক।

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন ইস্যুতে এ তারকাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আর এবার তিনি অভিযোগের তীর ছুড়লেন কথিত সাংবাদিক এবং ভাইরাললোভী সেলিব্রেটির দিকে। রোববার (১৬ জুলাই) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন বাপ্পারাজ।

সেখানে তিনি লেখেন, ‘সাংবাদিক হওয়া আজকাল কোনো ব্যাপার না। হাতে একটা স্মার্ট ফোন থাকলেই হলো। দরকার নাই শিক্ষা-বিদ্যাবুদ্ধির, নাই কোনো দায়বদ্ধতা, শুধু ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেই হলো। প্রশ্ন করবেন আবোল-তাবোল।’

শুধু সাংবাদিকদের সমালোচনা করেই এ অভিনেতা ক্ষান্ত হননি। বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদের আলোচিত ‘রুচির দুর্ভিক্ষ’ মন্তব্যের সঙ্গেও কণ্ঠ মিলিয়ে বাপ্পারাজ বলেন, ‘আরও সহজ সেলিব্রেটি হওয়া, একবার ওই সাংবাদিকদের সামনে দাঁড়াতে পারলেই হলো; তারপর মনে যা চায় তাই আবোল-তাবোল বকবেন। তাতেই ভাইরাল, আপনি হিট, হয়ে গেলেন বিশাল সেলিব্রেটি। যেমন প্রশ্ন কারীর বাহারি প্রশ্ন, ঠিক তেমনি উত্তরদাতার বাহারি উত্তর। আসলেই দুর্ভিক্ষের মধ্যে আছি আমরা।’

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles