সর্বশেষ

31.7 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

বিএনপির পদযাত্রা : খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

টপ নিউজ ডেস্কঃ পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে। এ ঘটনায় পুলিশসহ উভয় দলের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকালে জেলা শহরের শাপলা চত্বরে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে। এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

জানা যায়, খাগড়াছড়ি জেলা বিএনপির অফিসে তাদের পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির সময় আওয়ামী লীগের নেতকর্মীরা হামলা চালায়। এরপর বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পুরো শহরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষ বাঁশ-লাঠি ও লোহার রড ব্যবহার করে হামলায়।

পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে। এ পর্যন্ত অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী ও পুলিশ আহত হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে জেলা শহরে। শহরে বন্ধ রয়েছে যানবাহন চলাচল ও ব্যবসা-প্রতিষ্ঠান।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles