সর্বশেষ

39.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেন দেড় ঘণ্টা দেরিতে

টপ নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষ্যে বাড়ি ফেরার প্রথম দিনেই রেলের যাত্রীরা শিডিউল বিপর্যয়ে পড়েছেন। ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও দেড় ঘণ্টা পর সেটি ছাড়ে , সকাল সাড়ে ৭টায়। ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে কমলাপুর আসে ।

এ রকম আরও কয়েকটি ট্রেন ছেড়েছে এক দেড় ঘণ্টা দেরিতে । এতে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন ।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন জানান, ট্রেনগুলো দেরি করে ছেড়েছে দেরি করে আসায়। কেন দেরি করলো, তা বলতে পারব না।

দেখা গেছে, মঙ্গলবার সকাল ৮টার আগে অনেকটাই প্লাটফর্মগুলো ফাঁকা ছিল । স্টেশনের চিত্র দেখে মনে হয়েছে, ঈদযাত্রা এটা নয়, স্বাভাবিক কোনো দিন। ঈদযাত্রার প্রথম দিনে কর্মব্যস্ত মানুষ ও বাড়ি যেতে দেখা গেছে শিক্ষার্থীদের ।

নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে ১ ঘণ্টা দেরিতে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles