সর্বশেষ

29.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

২০২৪ সালেই সচল হবে অর্থনীতির চাকাঃ বিক্রমাসিংহে

টপ নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এখন বিশ্বাস করেন, বর্তমানে তার দেশ কঠিন সময় পার করলেও খুব অচিরেই ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কার অর্থনীতি। প্রধানমন্ত্রী বলেছেন, তার বিশ্বাস তিনি শ্রীলঙ্কার অর্থনীতিতে সুদিন ফেরাতে পারবেন। শ্রীলংকার অর্থনীতি স্থিতিশীল অবস্থায় ফেরাতে ১৮ মাস চাইলেন নব নির্বাচিত লঙ্কান প্রধানমন্ত্রী।

বিক্রমাসিংহে সংবাদ মাধ্যমকে বলেন, ‘২০২৩ সালটা শ্রীলঙ্কার জন্য খুব কঠিন হবে কিন্তু ২০২৪ সালের মধ্যেই সব ঠিক হয়ে যাবে আশা করি। কেন আবার এই দায়িত্ব নিয়েছেন? সেই প্রসঙ্গে বিক্রমাসিংহে বলেছেন, দেশের খারাপ অবস্থা দেখে তিনি এগিয়ে এসেছেন। তার বিশ্বাস তিনি ভেঙে পড়া অর্থনীতিকে আবার টেনে তুলতে পারবেন। এছাড়াও রাজনৈতিক সংস্কারের ওপরও জোর দিয়েছেন লঙ্কান এই বর্ষীয়ান নেতা। বিক্রমাসিংহে জানান, ‘আমার মনে হয় বিক্ষোভকারীরা খুব বেশি কিছু চাননি, তারা কেবল চেয়েছে পরিবর্তন। আর এটা কেবল প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করার বিষয় নয়, এটা গোটা পার্লামেন্টকেই শক্তিশালী করতে হবে।

সম্পাদনায়ঃ শাহাদাত হোসাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles