সর্বশেষ

36.7 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে সংলাপহীন সিনেমা ‘ছুরত’

টপ নিউজ ডেস্ক: ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচ্যুয়াল চলচ্চিত্র বিভাগে গোলাম রাব্বানীর স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’ সিনেমা প্রদর্শীত হবে। মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ১৩ মিনিট ৩০ সেকেন্ডের এই সিনেমাটি দেখা যাবে।

পরিচালক গোলাম রাব্বানী বলেন, মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর দিন শুরু করে এক রকম মনমানসিকতা নিয়ে। এরপর অফিসে যায়, সেখানে আবার পরিবর্তন হয় মনমানসিকতার, রাতে বাসায় ফেরার পর পরিবর্তন ঘটে আরেক দফায়। এই যে পরিবর্তনগুলো, একই মানুষের হাজারটা রূপ―সিনোমটিতে সেটাই তুলে ধরতে চেয়েছি। বলতে পারেন প্লট এটাই।

কোনো সংলাপ নেই নীরিক্ষাধর্মী এই সিনেমাটিতে। আবহ সংগীত ও দুটি গান রয়েছে। শম্পা দাস ও রাশেদ সাগর গান দুটি গেয়েছেন। এর আগে নেদারল্যান্ডস উৎসব, ম্যানহাটান ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডনের লিট উৎসব, চীনের মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি প্রদর্শিত হয়েছিল।

নওশাবা আহমেদ, মিজানুর রহমান, রাশেদ সাগর, মুন্না, মানিক সাহা প্রমুখ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles