সর্বশেষ

31.4 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

নায়ক রাজের আজ জন্মদিন

টপ নিউজ ডেস্ক: আজ নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি বেঁচে থাকলে আজ ৮২-তে পা দিতেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অত্যন্ত প্রতাপের সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশি, ভারতীয় ও উর্দু সিনেমায়।

জীবদ্দশায় তিনি পরিচালনা করেন ১৬টি সিনেমা। পাশাপাশি নিজের মালিকানাধীন বেশ কয়েকটি সিনেমা প্রযোজনাও করেন রাজলক্ষী প্রোডাকশন হাউজ থেকে। শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনি সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তিনি আজীবন সম্মাননা পান ২০১৩ সালে। বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কার দেয় ২০১৫ সালে।

রাজ্জাক ২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে  ইন্তেকাল করেন। তার দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। আরেক ছেলে বাপ্পী স্থায়ী হয়েছেন দেশের বাইরেই।

চলচ্চিত্রে অভিনয়ে তার যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে ‘১৩নং ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে। তবে চলচ্চিত্রে নিজের অবস্থান গড়ে নেন জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে টানা কয়েক দশক তিনি অভিনয় করে গেছেন প্রধান নায়ক হিসেবেই।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles